ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৫, ২ জুলাই ২০২৫
চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন

চট্টগ্রামের পটিয়া থানার ওসির অপসারণ দাবিতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বুধবার (২ জুলাই) দুপুরে সংগঠনটির শতাধিক নেতাকর্মী নগরীর খুলশীস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তারা ডিআইজিকে নিচে নেমে এসে তাদের দাবি শোনার আহ্ববান জানান।

আরো পড়ুন:

বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।

আরো পড়ুন: পটিয়ায় থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ

আন্দোলনকারীদের অবস্থানের প্রেক্ষিতে অতিরিক্ত ডিআইজি জাবেদুর রহমান ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের শান্ত থাকার আহ্বান জানান। অতিরিক্ত ডিআইজি ছাত্র প্রতিনিধিদের ডিআইজির অফিসে গিয়ে তাদের দাবিসমূহ উত্থাপনের অনুরোধ করেন। 

এর আগে, আজ সকালে পুলিশের সংঘর্ষের জেরে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে কয়েকশ মানুষ বিক্ষোভে করছেন। থানা চত্বরে শান্তিপূর্ণভাবে পুলিশের অবস্থান অব্যাহত আছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় উপস্থিত হয়ে তারা ওই নেতাকে গ্রেপ্তার দেখানোর দাবি জানান। একপর্যায়ে আটক নেতাকে থানা চত্বরে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেছেন, “মঙ্গলবার রাতে একজনকে থানায় এনে গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়। এ সময় থানায় বিশৃঙ্খলার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। পরের দিন সকাল থেকে কিছু ছাত্র থানা চত্বরে অবস্থান নেন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেজন্য পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে।”  

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়