ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৪ জুলাই ২০২৫   আপডেট: ২২:২৪, ৪ জুলাই ২০২৫
খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

খুলনা রেলওয়ে স্টেশন

খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

স্টেশন মাস্টার আশিকুর রহমান বলেন, “বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের বগির চারটি চাকা চুয়াডাঙ্গার উথলী এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোর-ঢাকা এবং উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।”

তিনি বলেন, “খুলনার সঙ্গে ঢাকায় যাওয়ার নতুন রেললাইন, যেটি দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাতায়াত করে সেটি বাদে বাকি সব পথে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।”

এদিকে, খুলনা থেকে রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সুন্দরবন এক্সপ্রেসের। নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়ার বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি খুলনা রেল স্টেশন কর্তৃপক্ষ। 

একইভাবে খুলনা থেকে রাত সোয়া ৯টায় নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সীমান্ত ছিল এক্সপ্রেসের। এ ট্রেনের যাত্রীরাও রয়েছেন অনিশ্চয়তায়। রাত ১১টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে কমিউটার ট্রেন নকশী কাথা ছেড়ে যাওয়ার কথা। 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়