ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে ৪ শিশু নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৪৭, ৫ জুলাই ২০২৫
রামুতে ৪ শিশু নিখোঁজ

নিখোঁজ চার শিশু

কক্সবাজারের রামুতে জুমার নামাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া চার শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর থেকে তারা নিখোঁজ বলে জানিয়েছে পরিবার।

পুলিশ জানায়, নিখোঁজ শিশুদের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আরো পড়ুন:

নিখোঁজ শিশুরা হলো- রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছামির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল এবং কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

নিখোঁজ শিশুদের পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদের যাওয়ার কথা বলে বের হয় চার শিশু। নামাজ শেষে আর তারা বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করেও সন্ধান মেলেনি তাদের। পরে রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, “নিখোঁজ শিশুদের বিষয়ে থানায় জিডি নেওয়া হয়েছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। আশেপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়