ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর গড়পাড়া ইমাম বাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৪:২৩, ৬ জুলাই ২০২৫
ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর গড়পাড়া ইমাম বাড়ি

রবিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ

মানিকগঞ্জের শতাব্দী প্রাচীন গড়পাড়া ইমাম বাড়িতে প্রতিবারের মতো এবারো যাথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল থেকেই হাজারো ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইমামবাড়ির প্রাঙ্গণ। বিকেলে প্রায় ৩০ হাজার ইমাম ভক্তের অংশগ্রহণে বের হবে তাজিয়া মিছিল।

আজ সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গড়পাড়া ইমাম বাড়িতে জড়ো হতে শুরু করেছেন মানুষ। ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে ইমাম বাড়ি আঙ্গিনা ও মাঠে মাতম করতে দেখা গেছে তাদের।

আরো পড়ুন:

এর আগে, কারবালার স্মৃতিকে স্মরণ করে গতকাল শনিবার রাতভর চলে জারি, সারি ও মার্সিয়া মাতমসহ নানা আনুষ্ঠানিকতা।

আয়োজকরা জানান, তাজিয়া মিছিলে ইমাম হোসেনের ঘোড়া দুলদুলের প্রতিকৃতি এবং কারবালার স্মৃতির সঙ্গে জড়িত লাল-সবুজ নিশান হাতে নিয়ে অংশগ্রহণ নেবেন ইমাম হোসেনের ভক্তরা। ইমাম বাড়ি থেকে বের হওয়া তাজিয়া মিছিল শেষ হবে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ আশিকুর রহমান বাবু জানান, গড়পাড়া ইমাম বাড়িতে বংশপরম্পরায় প্রায় শত বছর ধরে পবিত্র আশুরা পালন করে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে হাজারো মানুষ সমবেত হন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইমাম ভক্তরা মার্সিয়া মাতমসহ নানা আয়োজনে অংশ নেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, তাজিয়া মিছিলকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। গড়পাড়া ইমাম বাড়িসহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করবে। 

১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। আশুরা শব্দের অর্থ দশম। মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

ইমাম হোসেনের আত্মত্যাগ ও সপরিবারে শহীদ হওয়ার ঘটনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়