ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫৮, ৬ জুলাই ২০২৫
চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল হাসান স্বপন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে বেপরোয়া হয়ে ওঠেন স্বপন। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও সাবেক বিএনপি নেতা পরিচয়ে প্রকাশ্যে চালিয়ে যান চাঁদাবাজি।

এলাকার ব্যবসায়ী শ্রেণী, শিক্ষক, বাড়িওয়ালাদের টার্গেট করে ট্র্যাপে ফেলার চেষ্টা করেন। চাহিদা মাফিক চাঁদা না পেলেই টার্গেট ব্যক্তিকে করেন মামলার আসামি। এসব ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘টঙ্গী পূর্ব থানায় স্বপনের নামে ৪টি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে৷’’

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়