ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরু চোর-কসাই গ্রেপ্তার, মাংস মিললো ফ্রিজে 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৯ জুলাই ২০২৫  
গরু চোর-কসাই গ্রেপ্তার, মাংস মিললো ফ্রিজে 

উদ্ধারকৃত গরুর মাংস

দিনাজপুরের বিরামপুরে এক অসহায় বৃদ্ধের শেষ সম্বল একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরু চোর ও কসাই দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চোরাই গরুর মাংস পাওয়া গেছে কসাইয়ের ডিপ ফ্রিজে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের জোয়াল কামরা গ্রাম থেকে চোর ও কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ফ্রিজ থেকে চোরাই গরুর গোটা মাংস, মাথা ও চামড়া জব্দ করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা, বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামরা গ্রামের মৃত আজহার আলীর দুই ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও রাজু (৩৫)। এদের মধ্যে মেহেদুল ইসলাম শহরের কলেজ বাজারে গরুর মাংস বিক্রি করে থাকে (কসাই)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “তাদের এক ভাই চোর অপর ভাই কসাই। চোর গরু চুরি করে আর কসাই সেই গরু নিমিষেই জবাই করে বাজারজাত করে। মঙ্গলবার ভোররাতে পৌর শহরের বেগমপুর গ্রামের অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর (৭৫) শেষ সম্বল একটি গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গরুটি চুরি করেছে পার্শ্ববর্তী জোয়াল কামরা গ্রামের রাজু। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর রাজু এবং কসাই মেহেদুলকে গ্রেপ্তার করা হয়। কসাই মেহেদুলের ফ্রিজ থেকে কয়েক খণ্ড আকারে সম্পূর্ণ গরুর মাংস এবং ঘর থেকে গরুর মাথা ও চামড়া জব্দ করা হয়।”

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়