ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জের আ.লীগ নেতা প্রদীপ রায়কে পুলিশে দিল জনতা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১২, ৯ জুলাই ২০২৫
সুনামগঞ্জের আ.লীগ নেতা প্রদীপ রায়কে পুলিশে দিল জনতা

প্রদীপ রায়

রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার নেতা প্রদীপ রায়কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বুধবার (৯ জুলাই) সিলেটের সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

আরো পড়ুন:

প্রদীপ রায় সুমানগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও তার স্ত্রী জয়া সেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‍“স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট সাতটি মামলা রয়েছে। দিরাই থানা পুলিশ প্রদীপ রায়কে তাদের হেফাজতে নেবে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়