নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং মাদকসেবনে জড়িত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এর ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
সেনাবাহিনী জানিয়েছে, আটককৃতরা ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।
অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি অতিরিক্ত সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ করা হয়।
অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, সেনাবাহিনীর টিম মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪ জনকে এবং ইমো হ্যাকিংয়ের জন্য ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা/আরিফুল/রফিক