ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২০:০০, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন:

বক্তরা গোপালগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদ জানান। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

এসময় বক্তব্য রাখে- সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ার সাজাউর রাজা সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান ও সদস্য ইলিয়াস আহমদ। 

আরো উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান সাকিব, শবনম দ্দুজা জোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ  সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর।

ঢাকা/মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়