ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাঙারি দোকানে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৯ জুলাই ২০২৫  
ভাঙারি দোকানে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শেখ আলম (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আর কে গার্মেন্টসের পশ্চিম পাশের একটি ভাঙারি দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

শেখ আলম ঢাকার দোহার থানাধীন শেখ লেহাজ উদ্দিনের ছেলে। তিনি রডের চুরি বানানোর কাজ করতেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙারি দোকানটি ভেতর থেকে আটকানো ছিল। শনিবার দুর্গন্ধ ছড়ালে লোকজন শাটারের ফাঁকা দিয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাটার ভেঙে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘‘মরদেহে পচন ধরেছে। সম্ভবত ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়