ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী পৌঁছেছে

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৩৮, ২২ জুলাই ২০২৫
পাইলট তৌকিরের মরদেহ রাজশাহী পৌঁছেছে

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর বাসায় পৌঁছায়

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ তার রাজশাহীর বাসায় পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। 

সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের তিন নম্বর সেক্টরে একটি অ্যাম্বুলেন্সে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে আসেন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা। 

আরো পড়ুন:

এ সময় শত শত উৎসুক মানুষ বাড়ির সামনে ভিড় করেন। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বাড়ি থেকে তার মরদহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেয়ার কথা রয়েছে। সেখানে জানাজার শেষে মরদেহ দাফন করা হবে সপুরা গোরস্থানে। 

আগের দিন সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে নিহত হন তৌকির ইসলাম সাগর। 

সাগরের বাবা তহুরুল ইসলাম ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করছেন। 

তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমানবাহিনীতে। 
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়