ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫১, ২৪ জুলাই ২০২৫
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক 

বুধবার রাতভর ভারী বৃষ্টির ফলে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। এতে পর্যটন স্পট সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

বুধবার (২৩ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও সড়কে বহু যানবাহন আটকা পড়েছে। ফলে, চরম ভোগান্তিতে পড়েছেন নারী-শিশুসহ অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মাটি সরানোর কাজ শুরু করেছে।

আরো পড়ুন:

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেছেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সড়কে বড় বড় পাথর ও গাছও উপড়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে, ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর ও গাছ সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারকে জানানো হয়েছে। 

এ বিষযে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি তাদের কর্মএলাকার মধ্যে নয়। 

এটি ইসিবির সড়ক, এ তথ্য জানিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেছেন, গত রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড়ধস হয়েছে। সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে, সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। 

তিনি জানান, পাহাড়ধসের খবর পেয়ে দিঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সরাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছেন। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

ঢাকা/শংকর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়