ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে নিজ ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৭ জুলাই ২০২৫  
হবিগঞ্জে নিজ ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

ফাইল ফটো

হবিগঞ্জে নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলম বেগম ওই গ্রামের সিতু মিয়ার স্ত্রী। এদিকে, ঘটনার পর থেকে নিহতের দেবর কদর আলী পলাতক।

আরো পড়ুন:

স্থানীয়রা জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রবিবার বিকেলে সিতু মিয়া সবজি নিয়ে বাজারে যান। কিছু সময় পরে তার ছেলে বাবার কাছে সবজি আনতে যান। এ সময় ঘরে আলম বেগম একা অবস্থান করছিলেন।

ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, ‘‘দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি, সে জন্য হয়তো হত্যা হতে পারে।’’

হবিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘‘পারিবারিক বিরোধের জেরে দেবর তার ভাবিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পলাতক আছেন। গ্রেপ্তারে অভিযান চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়