ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছয় ঘণ্টা পর বাঘাইছড়িতে যান চলাচল স্বাভাবিক

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩০, ৩ আগস্ট ২০২৫
ছয় ঘণ্টা পর বাঘাইছড়িতে যান চলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের কর্মীদের নিরলস পরিশ্রমে দুপুর রবিবার (৩ আগস্ট) ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। 

এর আগে সকালে এই সড়কের ৯, ১০ ও ১৪ কিলো এলাকায় ছোট-বড় প্রায় ১০টি স্থানে পাহাড় ধস হয়। সকাল ৮টার দিকে সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার জানান, যান চলাচল বন্ধ হওয়ার খবর পাওয়ার পর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), ফায়ার সার্ভিসের দিঘিনালা ইউনিট ও সড়ক বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর ২টার দিকে যান চলাচল শুরু হয়।

আরো পড়ুন: বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ

বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইন কন্ট্রোলার গিয়াস উদ্দিন নাছির জানান, কিছু দিন পরপর এই সড়কের ওপর পাহাড় ধস হয়। সড়ক বিভাগ যদি এই সড়কের বিভিন্ন দূরত্বে নিয়মিত পেলোডার গাড়ি রাখে, তাহলে পাহাড় ধসের পরপর দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করা সম্ভব হবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, মারিশ্যা-দিঘিনালা সড়কে পানি থাকায় মাটি সরানোর ইকুইপমেন্ট পৌঁছাতে একটু সময় লাগে। তারপরও দ্রুত সময়ে মধ্যে বিজিবি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি সরিয়ে নেয়া হয়েছে।

ঢাকা/শংকর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়