ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গার ভৈরব নদীতে ডুবে ২ বন্ধুর ‍মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৩ আগস্ট ২০২৫  
চুয়াডাঙ্গার ভৈরব নদীতে ডুবে ২ বন্ধুর ‍মৃত্যু

ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া শিশুরা হলো- মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। তারা কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আরো পড়ুন:

মারা যাওয়া রিমনের বাবা সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে দুপুরে তিন বন্ধু রিমন, জুনায়েদ এবং রাব্বি বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল।

এক পর্যায়ে রিমন নদীর পানিতে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। আত্মীয়-স্বজনরা নদীতে নেমে দুইজনের মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়