ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর চিনিকলে ডাকাতি: ৩ জনকে অব্যাহতি, তদন্ত কমিটি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪২, ৩ আগস্ট ২০২৫
নাটোর চিনিকলে ডাকাতি: ৩ জনকে অব্যাহতি, তদন্ত কমিটি

ডাকাতির সময় তছনছ করা চিনিকলটির একটি কক্ষ

নাটোরের চিনিকল থেকে ৯০ লাখ টাকার মালামাল লুট হওয়ার পর নিরাপত্তা ইনচার্জসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান এবং নাটোর সদর থানার ওসি মাহাবুব রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

আরো পড়ুন: নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, শনিবার (২ আগস্ট) রাত দেড়টার দিকে ডাকাতরা মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা মিল হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রক্ষিত নতুন ও পুরোনো ধাতব মালামাল ট্রাকে তুলে পালিয়ে যায়। এর আগে মিলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে জিম্মি করে ডাকাতরা।

রবিবার (৩ আগস্ট) ভোর ৪টার দিকে শিফট বদলের সময় নতুন কর্মীরা বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সেনাবাহিনীর সদস্য এবং চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আখলাছুর রহমান জানান, ঘটনাটি তদন্তে মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস উল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নাটোর সদর থানার ওসি মাহাবুব রহমান বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিলের নিরাপত্তা ইনচার্জ আলাফাত কামালসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী হাবিলদার বদর উদ্দিন বেগ, নিরাপত্তাকর্মী সাব্বির ও আরেকজনকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়