দাফনের আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মফিজ উদ্দিনের মরদেহ রবিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়
গাজীপুরের শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মফিজ উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের কবর থেকে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মফিজ উদ্দিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে সকালে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির পাশে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে অচেতন হন মফিজ উদ্দিন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় মফিজ উদ্দিনের। এ ঘটনায় মৃতের পুত্রবধূ পারভিন আক্তার গাজীপুর আদালতে মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
মফিজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন বলেন, “আদালতের নির্দেশে বাবার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।”
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”
ঢাকা/রফিক/মাসুদ