ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৪ আগস্ট ২০২৫  
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ

ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে শাহজাহান হোসেন (৪৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকালে পৌরসভার ছোট লতিফপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন এবং স্ত্রী-সন্তানকে নিয়ে ছোট লতিফপুর এলাকার মশিউরের বাড়িতে ভাড়া থাকতেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ও তার স্ত্রী সেলভিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রবিবার রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন।

রবিবার ভোরে ঘুম ভাঙার পরে স্বামীর অনুপস্থিতি টের পান সেলভিয়া। পাশের কক্ষে গিয়ে দেখেন, শাহজাহান সিলিং ফ্যানে ঝুলছেন। এ সময় ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়