ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে নারীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০০, ৭ আগস্ট ২০২৫
রংপুরে নারীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুর মহানগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় আনজুমান বানু (৭০) নামের এক নারীকে হত্যার দায়ে আরমান আলী (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  ২০২০ সালের ১৯ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনজুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় আরমান আলী ও রোকসানা নামের এক নারীকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালীন আসামি আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা আরমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

রংপুর মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়