ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০৯, ৮ আগস্ট ২০২৫
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। 

বুধবার (৭ জুলাই) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকেদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

সাতক্ষীরা সদর থানায় বিজিবি কর্তৃক দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত থেকে গত ৫ আগস্ট (মঙ্গলবার) বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফিরছিল এসব নাগরিক। পথে চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করে। 

পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। 

পরে বিজিবির ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সপেক্ষে ওই রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মো. হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ বংলাদেশী নাগরিকের মধ্যে দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাছাই বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়