ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:২১, ৯ আগস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, ‍“সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করা হয়। গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর একজনকে গ্রেপ্তার করে র‌্যাব।”

তিনি আরো বলেন, “তারা প্রত্যেকেই সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, তার সঠিক তথ্য বের করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে।” 

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তার বড়ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।  

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়