ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: আসিফ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:২৮, ৯ আগস্ট ২০২৫
প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: আসিফ

নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম শনিবার সকালে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍“বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে। স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন।”

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনসহ ভার্চুয়ালি দেশের আরো ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, জুলাই আন্দোলনে শহীদের পরিবার এবং আহতরা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় অংশগ্রহণ করেন। তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ ভার্চুয়ালি উদ্বোধন করেন।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়