ব্রাহ্মণবাড়িয়ায় টিনশেড ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৪১, ৯ আগস্ট ২০২৫
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত মাদরাসার টিনশেড ঘর থেকে এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আখাউড়া পৌরসভার কুমারপাড়া এলাকার সিলেট রেললাইনের পাশে থাকা ঘরটি থেকে মরদেহ উদ্ধার হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহের কানের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ