ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, আপনারা দেখছেন, তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কোনো অভিযোগ থাকে, আরো পদক্ষেপ নেওয়া হবে। অত্যন্ত গুরুত্ব সহকারে গাজীপুরসহ সারা দেশে ব্যবস্থা নিচ্ছে সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর থেকে ভালো আমরা প্রত্যাশা করি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তনের আহ্বায়ক মাসুম বাবর হিরোসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, শৈলকুপা বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাববকসহ স্থানীয়রা।
ঢাকা/সোহাগ/রফিক