ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৯ আগস্ট ২০২৫  
শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব আদিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাখা আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জায়েদা শারমিন ও লেকচারার এলোরে চাকমা।

আলোচনা সভায় বক্তা ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের (সিলেট) সভাপতি ও পাস্কপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র এবং ধরণী রাখায় আমরা, সিলেট এর সচিব আবদুল করিম কিম।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “যারা আদিবাসী শিক্ষার্থী হিসেবে এখানে ভর্তি হয়েছ, সবাই মিলেমিশে চলবে। বড় ভাইদের সহযোগিতা নেবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং কখনো হতাশ হবে না।"

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়