ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০০, ১০ আগস্ট ২০২৫
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি

নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য মাসুম বিল্লাহ

সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের সন্ধান রবিবার (১০ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত পাওয়া যায়নি। 

গোয়াইনগাট থানার ওসি তোফায়েল আহমদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশও উদ্ধার অভিযানে রয়েছে। নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

আরো পড়ুন: সিলেটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

নিখোঁজ বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ (৩৫)। তিনি সোনারহাট ক্যাম্পে সিপাহী পদে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানের পিয়াইন নদীতে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা দেখতে পান দুই বিজিবি সদস্য। তারা একটি নৌকা নিয়ে পণ্যবাহী নৌকাটি ধরতে যান। এ সময় ধাক্কা খেয়ে দুটি নৌকাই ডুবে যায়।

নৌকায় থাকা এক বিজিবি সদস্য ও পণ্যবাহী নৌকার মাঝি কোনোভাবে তীরে উঠলেও নিখোঁজ হন মাসুম বিল্লাহ। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‍“এখন পর্যন্ত ভালো বা খারাপ কোনো খবরই পাওয়া যায়নি।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়