ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০৪, ১০ আগস্ট ২০২৫
সিলেটে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

মাসুম বিল্লাহ। ফাইল ফটো

সিলেটের গোয়াইনঘাটে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে পিয়াইন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ (৩৫)। তিনি সোনারহাট ক্যাম্পে সিপাহী পদে কর্মরত।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইন নদীতে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা দেখতে পেয়ে দুই বিজিবি সদস্য নৌকাটি ধরতে যান। এ সময় ধাক্কা খেয়ে দুটি নৌকাই ডুবে যায়। পরে নৌকায় থাকা এক বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনোভাবে তীরে উঠলেও নিখোঁজ হন মাসুম বিল্লাহ। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে, এখন পর্যন্ত পর্যন্ত নিখোঁজ বিজিবি সদস্যের খোঁজ মেলেনি।’’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বিষয়টি জানার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা বিজিবি সদস্যকে উদ্ধারে চেষ্টা করছেন।’’

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়