ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক হত্যায় পুলিশের অবহেলা রয়েছে: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০৫, ১১ আগস্ট ২০২৫
সাংবাদিক হত্যায় পুলিশের অবহেলা রয়েছে: ইসলামী আন্দোলন

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরকারের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের অবহেলা ও শক্তিশালী গোষ্ঠীর ইন্ধন থাকার আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা আতাউর রহমান।

আরো পড়ুন:

তিনি বলেন, “স্থানীয় প্রশাসন, পুলিশ ও সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন না করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। শুধু ভিডিও ধারণের কারণে এ হত্যাকাণ্ড ঘটেনি, এর পেছনে বড় কোনো ঘটনা লুকিয়ে আছে। আমরা জানতে পেরেছি, হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তার হওয়া কেউ গাজীপুরের বাসিন্দা নয়। তাহলে গাজীপুরে এই খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতারা কারা ছিল? কারা এই সন্ত্রাসীদের লালন-পালন করছে, যারা হত্যা, চাঁদাবাজি, ছিনতাই চালিয়ে যাচ্ছে- তাদের নাম প্রকাশ করতে হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, “গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে। অথচ তাদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এ শহরে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অবিলম্বে পুলিশ সংখ্যা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে।”

আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে বলে জানান মাওলানা আতাউর রহমান।

এছাড়া সংবাদ সম্মেলনের তিনি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কেউ নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়াইনি বলে দুঃখ প্রকাশ করে তার পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বানও জানান।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সাংবাদিক হত্যা মামলার দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা ফয়জ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান মিয়াজী, এমএ হানিফ সরকার, অধ্যক্ষ  শহিদুল ইসলাম, মুফতি হোসাইন আহমদ, এইচএম সাইদুর রহমান, এসএম ওয়াহিদুল ইসলাম, আবু জাফর হাওলাদার প্রমুখ।

ঢাকা/রেজাউল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়