ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৪০, ১২ আগস্ট ২০২৫
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার একটি বন্যহাতি আহত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার চাকঢালা সীমান্তের ৪৩-৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চাকঢালা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুপুর ২টার দিকে চেরার মাঠ এলাকার ঐতাইল্ল্যা ঝিরিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া আহত একটি বন্যহাতি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা হাতিটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, ‍“মাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়রা হাতিটিকে উদ্ধারে করে চিকিৎসা দিতে চেরার মাঠে রেখেছেন।”

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, “মাইন বিস্ফোরণে আহত  হাতিটির ডান পায়ে গোড়ালি উড়ে যাওয়ায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়