স্বাস্থ্যখাত সংস্কারের দাবি বাস্তাবায়নে দীর্ঘসময় লাগবে: স্বাস্থ্য মহাপরিচালক
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, “স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আন্দোলনকারীরা যে তিন দফা দাবি তুলেছে, তা যৌক্তিক। তবে তা বাস্তবায়নে দীর্ঘসময় লাগবে। সেবার মান বৃদ্ধিতে লোকবল, অবকাঠামোগত পরিবর্তনেও সময় লাগবে।”
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আন্দোলনকারীদের বিষয়ে তিনি বলেন, “এটা কি সরকারকে বেকাদায় ফেলে তৃতীয় পক্ষের কেউ ফায়দা লোটতে চায় কিনা, তা ভাবতে হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।”
মহাপরিচালকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
অপরদিকে, বরিশাল শের-ই বাংলা মেডিকেলের স্বাস্থ্য পরিসেবা বৃদ্ধির পাশপাশি দেশব্যাপী স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ১৭ দিন ধরে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচদিন ধরে তারা নগরীর নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই অবরোধ পালন করছেন।
এছাড়া শের-ই বাংলা মেডিকেলের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অনশনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যরা অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু তাদের অনুরোধ না রেখে অনশন অব্যহত রেখেছেন আন্দোলনকারীরা এবং তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার দাবি করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনশনরতদের জন্য ফল নিয়ে গেলে তা রাখেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনশরতদের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীরও।
আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে আমাদের এই আন্দোলন। আমাদের দাবি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে বরিশালে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিতে হবে। তিনি (স্বাস্থ্য উপদেষ্টা) বরিশালে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।”
স্বাস্থ্যসেবায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে চলমান ১৭ দিনের আন্দোলন থামাতে বরিশাল সফর করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সড়কপথে বুধবার সকালে বরিশালে পৌঁছে তিনি বৈঠক করেন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। শের-ই বাংলা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে বিকেল পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা/পলাশ/মেহেদী