ঝালকাঠিতে পানির দাবিতে পৌরবাসীর বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশির ভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। এ কারণে পানির দাবিতে ওয়ার্ডটির বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে ৯ নম্বর ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- লঞ্চঘাট এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন, মাওলানা নাঈম, মো. রমজান, আলিম হাওলাদার ও আনিস হাওলাদার।
বক্তারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। বর্তমানে পানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। ফলে খাওয়া, গোসল, রান্নাসহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের।
অভিযোগ রয়েছে, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফিতলি আড়াল করছেন। পাম্প চালকরা নিয়মিত পাম্পে থাকেন না।
বিক্ষোভকারীরা দ্রুত নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি দেন।
ঝালকাঠির পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, “পানি সরবরাহ সচল রাখার জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি। তবে আমাদের নানা রকমের সীমাবদ্ধতা রয়েছে। আশা করছি দ্রুত ৯ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ স্বাভাবিক হবে।”
ঢাকা/অলোক/মাসুদ