ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৫০, ১৮ আগস্ট ২০২৫
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন:

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

অবরোধ ও অনশনে অংশ নেওয়া চাকরিচ্যুত শিক্ষক কায়সার উদ্দিন বলেন, “বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। তাই শেষ উপায় হিসেবে আমরা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি।”

এ বিষয়ে জানতে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইনের মোবাইলে একাধিকবার কল করা হয়। কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়