ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৮ আগস্ট ২০২৫  
ঝালকাঠিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ইমরান সিকদার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ইমরান সিকদার (২৭) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া ইমরান সিকদার একই এলাকার মাওলানা ইউনুস সিকদারের ছেলে। 

মারা যাওয়া ইমরানের বড় ভাই আল আমিন সিকদার বলেন, “আমার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই। ইমরানের এক বছর বয়সী একটা ছেলে রয়েছে।”

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়