ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শামুক ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৪২, ১৯ আগস্ট ২০২৫
শামুক ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে মারা যায় তারা।  

মারা যাওয়ারা হলো- একই গ্রামের মো. বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)।  

আরো পড়ুন:

পুলিশের সূত্রে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। আজ সকালের দিকে তারা একসঙ্গে বাড়ির পাশের পুকুর ঘাটে মুখ ধুতে যায়। ঘাটে তারা একটি শামুক দেখতে পায়। শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় অহি। বড় বোনকে ধরতে গিয়ে ছহিও পুকুর পড়ে যায়। 

দুই বোনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তাদের এক চাচা। চিকিৎসক অহি ও ছহিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ বলেন, “পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়