ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকি না পেয়ে গুলি করা সেই যুবকের আত্মসমর্পণ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৪৫, ১৯ আগস্ট ২০২৫
বাকি না পেয়ে গুলি করা সেই যুবকের আত্মসমর্পণ

গোলাপ প্রামাণিক

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকি দিতে না চাওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করা যুবক গোলাপ প্রামাণিক আদালতে আত্মসমর্পণ করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, মাটির নিচ থেকে পিস্তুল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এদিন দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেট-সংলগ্ন একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

‎‎পুলিশ জানিয়েছে, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের নাপিতের বাজারে হোটেল মালিকের ছেলে ওয়াসিমসহ দুজনকে গুলি করার অভিযোগে গোলাপ প্রামাণিকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা করা হয়। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গোলাপ প্রামাণিক আদালতে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় আসামি গোলাপের সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মাসুম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়