ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল কোতোয়ালি থানায় ছাত্র-জনতার বিক্ষোভ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৪৫, ২০ আগস্ট ২০২৫
বরিশাল কোতোয়ালি থানায় ছাত্র-জনতার বিক্ষোভ

বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে মঙ্গলবার রাতে পুলিশ সদস্যরা অবস্থান নেন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় প্রধান গেট আটকে দেওয়ায় থানার ভেতরে ও বাইরে আটকা পড়েন আন্দোলনকারীরা। 

আরো পড়ুন:

আন্দোলনের মুখ্য সমন্বয়ক মহিউদ্দিন রনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ‘ডেভিল’ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানান। কে মামলা করেছে তার কোন সদুত্তর দিতে পারেনি পুলিশ। 

মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন, “বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও স্বাস্থ্য সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে ২৩ দিন ধরে তারা অহিংস আন্দোলন করছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।” 

তিনি আরো বলেন, “শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সহযোদ্ধারা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করছিল। হাসপাতালের সিন্ডিকেট চক্রের ইশারায় কর্মচারীরা আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করে। তারা আন্দোলকারীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তারা তাদের উপর উল্টো হামলার অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।”

আন্দোলনের এই মুখ্য সমন্বয়কারী বলেন, ‍“সিন্ডিকেট চক্র আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। যে কারণে তাদের ওপর হামলা ও মামলা হয়েছে। হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।”

থানায় সংবাদিক প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “ছাত্র-জনতা থানার গেটের ভেতরে ও বাইরে অবস্থান করছিলেন। এ কারণে থানার ভেতরে প্রথমদিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়।”

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও স্বাস্থ্য সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে চলা ছাত্র আন্দোলন থেকে হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুহান বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

গতকাল মঙ্গলবার বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সুহানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়