ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে খুন

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫৪, ২১ আগস্ট ২০২৫
খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে খুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—আমেনা বেগম (৯০) ও রায়হানা আক্তার (৪২)।

আরো পড়ুন:

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার রাতের কোনো একসময় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই রাতে মা ও মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। জমি নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/রূপায়ন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়