ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২১ আগস্ট ২০২৫  
গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় গলায় পেয়ারা আটকে জুঁই মনি নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুঁই মনি স্থানীয় পোশাক শ্রমিক জুয়েল মিয়ার একমাত্র মেয়ে।

আরো পড়ুন:

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের সামনেই পেয়ারা খেতে গিয়ে ছোট্ট একটা টুকরা গলায় আটকে যায় জুঁই মনির। এর পর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জুঁই মনিদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হামিদুর রহমান বলেছেন, জুঁই মনিরা ঢাকায় থাকত। গ্রামের বাড়িতে ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটল। আগামীকাল জুঁই মনিকে নিয়ে তার বাবা জুয়েল মিয়ার ঢাকায় ফেরার কথা ছিল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নিয়ে চিকিৎসা করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।

ঢাকা/তারিকুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়