বাগেরহাটে মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৪০, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ২২:০১, ২১ আগস্ট ২০২৫
ফাইল ফটো
বাগেরহাটের রামপালে মাছের ঘের থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ফারহানা বেগম (৪৫)। তিনি সদর উপজেলার খানপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক তরফদারের বড় মেয়ে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘‘স্থানীয়রা ঘেরে নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/শহিদুল/রাজীব