নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে ২ শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলেন, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী দুই শিশুর ডুবে মৃত্যুর তথ্য জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান জানান, বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা/সিথুন/বকুল