ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর চিনিকলে ডাকাতি, আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৩ আগস্ট ২০২৫  
নাটোর চিনিকলে ডাকাতি, আসামি গ্রেপ্তার

নাজমুল হুদা

নাটোরের সুগার মিলের ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট মামলার আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

গ্রেপ্তারকৃত নাজমুল হুদা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে। 

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৩ আগস্ট রাতে নাটোর সুগার মিলের সব নিরাপত্তা কর্মীর হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সুগার মিলের ৯০ লাখ ৪০ হাজার টাকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই  র‌্যাব-৫-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে র‌্যাব-৪ ও র‌্যব-৫ নাজমুল হুদাকে সাভার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই দিনই নাটোর সদর থানায় পেনালকোডের ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় মামলা হয়।

ডাকাতির ঘটনার পর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানিয়েছিলেন, শনিবার (২ আগস্ট) রাত দেড়টার দিকে ডাকাতরা মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা মিল হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রক্ষিত নতুন ও পুরোনো ধাতব মালামাল ট্রাকে তুলে পালিয়ে যায়। এর আগে মিলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে জিম্মি করে ডাকাতরা।

রবিবার (৩ আগস্ট) ভোর ৪টার দিকে শিফট বদলের সময় নতুন কর্মীরা বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সেনাবাহিনীর সদস্য এবং চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়