ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৩ আগস্ট ২০২৫  
মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিকাপুর এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে ৬৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) সকালে আরআর স্পিনিং এন্ড কটন মিলের সামনে ওই মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যেতে পারেন। নিহত ওই নারী কালিকাপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

ঢাকা/রাসেল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়