ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:২০, ২৫ আগস্ট ২০২৫
বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার

লিটন আজম

বগুড়ার শেরপুর থানায় বিএনপি নেতা লিটন আজমের (৪০) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছেন এক নারী। শনিবার (২৩ আগস্ট) ওই নারী বাদী হয়ে অভিযোগটি দেন। অভিযুক্তের ভাষ্য, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

রবিবার (২৪ আগস্ট) লিটনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন:

অভিযুক্ত লিটন শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর বন্ধু হওয়ায় লিটন ভুক্তভোগীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে লিটন ওই নারীকে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না পেয়ে গত ২১ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে গৃহবধূর শয়ন কক্ষ প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন লিটন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে লিটন পালিয়ে যান।

অভিযুক্ত লিটন আজম বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রতিহিংসার স্বীকার হয়েছি।”

খামারকান্দি ইউনিয়ন বিএন‌পির সভাপতি কায়কোবাদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। এর আগেও দলীয় শৃঙ্খলার ভঙ্গের কারণে মৌখিকভাবে দলীয় কার্যক্রম থেকে তাকে বরখাস্ত করা হয়েছি‌ল।”

শেরপুর থানার ওসি এসএম মুঈনদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়