ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে সরকারি স্কুলের মাঠ বেচাকেনা, তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৪৬, ২৫ আগস্ট ২০২৫
চট্টগ্রামে সরকারি স্কুলের মাঠ বেচাকেনা, তদন্তে দুদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বিক্রি ও নামজারির চেষ্ঠার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে নথিপত্র যাচাই করেন।

আরো পড়ুন:

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪৭ বছরের পুরানো ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের ভেতরে অবস্থিত প্রায় ১৫ কাঠা আয়তনের খেলার মাঠটি ২০০৬ সালে একটি পক্ষ মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয় করে। বর্তমানে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। সম্প্রতি কয়েকজন ব্যক্তি মাঠের জমিটি তাদের নামে নামজারির আবেদন করেন।

সরেজমিন তদন্ত পরিচালনার সত্যতা নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মাঠ সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের নথি যাচাই করা হচ্ছে। সাব-রেজিস্ট্রার অফিস থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার জানান, এখন পর্যন্ত খেলার মাঠটি স্কুলের ভোগ দখলে রয়েছে। শিক্ষার্থীরা এখানে নিয়মিত খেলাধুলা করছে। একটি মহল এই মাঠটি নিজেদের নামে নামজারি করে দখলের চেষ্টায় আছে। এ ব্যাপারে প্রশাসন আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করছে।

বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা বলেন, ‍“ডা. খাস্তগীর স্কুলের মাঠ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় নামজারি সম্ভব নয়। এর আগে, চারবার আবেদন করা হলেও প্রত্যেকবার খারিজ করা হয়েছে। এবারো একই সিদ্ধান্ত হবে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়