ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোলায় নদীভাঙন থেকে রক্ষার দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৫ আগস্ট ২০২৫  
ভোলায় নদীভাঙন থেকে রক্ষার দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধ এবং শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। নদীভাঙন থেকে বাড়ি-ঘর ও ফসলি জমি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিবপুর মাছ ঘাট, চার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধ। 

নদীভাঙন থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা পাউবো কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছেন, ভোলা শহর রক্ষা বাঁধের ভাঙনকবলিত স্থানে আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে।

তিনি জানিয়েছেন, মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়