নিখোঁজের ৩ দিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাসুদ ওরফে টুসু। ফাইল ফটো
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ ওরফে টুসু (৪০) রাজবাড়ী জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান। তিনি ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। এর আগে, গত ২৫ আগস্ট নিখোঁজ হন তিনি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তামিম/রাজীব