ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনিয়মের অভিযোগে মাদরাসা সুপারের এমপিও স্থগিত

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৯ আগস্ট ২০২৫  
অনিয়মের অভিযোগে মাদরাসা সুপারের এমপিও স্থগিত

মো. সাইফুল ইসলাম

আর্থিক অনিয়মের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার মো. সাইফুল ইসলামের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২৭ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব বুলবুল আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়, সরকারি বরাদ্দ সঠিকভাবে ব্যবহার না করা, আর্থিক অনিয়ম ও কর্মচারী নিয়োগে জটিলতা সৃষ্টির বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী মো. সাইফুল ইসলামের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হলো।

কেন স্থায়ীভাবে এমপিও বন্ধ করা হবে না এ বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ লিখিত ব্যাখ্যা দিতে চিঠিতে বলা হয়েছে।

অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “নোটিশ পেয়েছি। নির্দেশনা মোতাবেক প্রয়োজনী নথিপত্র দাখিল করব।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়