ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার আ. লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০২, ২৯ আগস্ট ২০২৫
বগুড়ার আ. লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশিট

আসাদুর রহমান দুলু

তিন কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কার্যক্রম নি‌ষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বুধবার (২৭ আগস্ট) আদাল‌তে চার্জশিটটি জমা দেওয়া হয়। 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিষয়‌টি জানিয়েছেন। 

আরো পড়ুন:

আছাদুর রহমান দুলু শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে। তি‌নি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ছি‌লেন। 

দুদক সূত্রে জানা গে‌ছে, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে ২০২০ সালের ৫ মার্চ দুলুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি ওই বছরের ২৫ জুন তার সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। প্রাথমিক তদন্তে দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ ও সম্পত্তির তথ্য পাওয়া যায়।

দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুল ইসলাম বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে। তিনি তদন্ত করে জানতে পারেন, আছাদুর রহমান দুলু ৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২০৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০ টাকা মূল্যমানের জ্ঞাত-আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

মামলার তদন্ত শেষে উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন গত বুধবার আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়