চট্টগ্রাম সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন: মেয়র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি প্রয়োজন।
শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রামের আনোয়ারা বোয়ালিয়া ২নং বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, ফউজুল আমিন চৌধুরী, মনজুরুল আলম মনজু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান চৌধুরী, সানি নিজাম, আনছার প্রমুখ বক্তব্য রাখেন।
সিটি মেয়র বলেন, “বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন। অথচ এ অঞ্চলগুলো কর্পোরেশনের আওতার বাইরে থাকায় এসব এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। ফলে, অর্থনৈতিক সম্প্রসারণ না হওয়ায় আমরা অনেকখানি রাজস্ব হারাচ্ছি। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এ নগরীকে সম্প্রসারণ করতে হবে।’’
দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন বলে জানান মেয়র।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
সভা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
ঢাকা/রেজাউল/বকুল