ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ 

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ আগস্ট ২০২৫  
নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ 

জেলা নড়াইল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃংখলা বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।  

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

পরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।

বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। এরই ধারাবাহিকতায় নুরের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।’’ 

তারা বলেন, ‘‘জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।’’

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের  মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন আহত হন। 
 

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়